পূর্ব আকাশে মেঘের ঘুড়ি
উড়ে উড়ে ডাকছে বাজ চড়াৎ,
গায়ে রংধনুর শাড়ি পরে
ঝর ঝর নামছে বারির বরাত।


টিনের চালের রিনিঝিনি সুর
মনে দোলা দিচ্ছে ভালই বেশ,
মেঘের গর্জনে কানে আঙ্গুল দিনু
হায়রে-এই বুঝি আমি শেষ!


ভিজতে আমার ইচ্ছে জাগে
টাপুর টুপুর বুষ্টির ঐ জলে
সব ইচ্ছের গুড়েবালি,
পড়লাম মেঘের বাজের কলে!


হলো নাকো মোর বৃষ্টিতে ভেজা
তাইতো আবেগ ভরা মন,
লিখছি আর গাইছি পুষ্ট চন্দনে
এখন কবিতাই আপন জন।