দন্দ হয়ে মন্দ, বাড়ালো বিভেদ রাশি।
ভন্ড তালে পন্ড, জীবন করেছে বাঁসি।
সুক্ষ হয়ে রুক্ষ, হৃদয়টা ঠাঁসাঠাঁসি।
তিক্ত মন সীক্ত, মায়ার বাঁধনে আসি।


পন্য ভেবে অন্ন, বিলাও বনে মাঠে।
দীক্ষ্যা নিয়ে শিক্ষা, ভিড়াও তরী ঘাটে।
স্বপন করে বপন, মন দাও পড়া পাঠে।
বিফল হবে সফল, সুখ আসছে বলে বাটে।


ঘরে মন ডোরে, তয় কেমনে হবি বড়?
ভুলোক মাঝে পলক, হও না কেন জড়?
জ্ঞানে মন ধ্যানে, দূলক কাপে থর থর।
ছন্য জ্ঞানে ধন্য, হয়ে জীবন খানি গড়।