স্রষ্টার সৃষ্টিসেরা সৃষ্ট মানব
সমাজকে করল একি দশা
মাছি ভনভন বসে তার মাঝে
পনপন করিতেছে মশা।


শিক্ষানীতিতে কলেরা থাকিলে বল
দুর হবে কি কভূ তার দুর্গন্ধ ?
চিকিৎসা একটাই সুগন্ধ করণে
শিক্ষানীতিতে চাই ধর্ম।


হাড়ভাঙা খেটে খাওয়া পিতার কষ্টখানি
লাঘব করেছে কি দেশের আইন ?
তাকওয়ার দীক্ষায় না পেয়ে শিক্ষা
দুর হয় কি কভু যৌতুক পাপাচারী কর্ম ?
পালাবে পাপাচার যৌতুক প্রথাখানি
শিক্ষানীতিতে চাই ধর্ম।


আইনের ছড়াছড়ি তলদেশে ঘুষখোরী
ইভটিজিং হলকি এবার বন্ধ ?
খোদাভীতি তাকওয়া যদি না থাকে মনে
কি করে যায় রোখা, ব্যবিচারী কর্ম ?
দুর হবে ব্যবিচার,ইভটিজিং এর ছড়াছড়ি
শিক্ষানীতিতে চাই ধর্ম।