আমাকে যেমন দেখছ, আসলে আমি তা নই!
আসিয়াছি ধরায়,বেচে আছি ললাটের জোরে,
জানো? জীবনটা বড্ড দুঃখে ভরা
এমনটা শুনেও কি তুমি ভালবাসবে মোরে?


সহস্র ফোটা  নয়ন জলে ভিজে ছিল সারা অঙ্গ
বাবার ভিষণ ইচ্ছা- সব জল মুছে দিবে
কিন্তু- তা হয়ে ওঠে নি।
তার সামান্য উপার্জন-সব ইচ্ছাই হল যে ভঙ্গ..!
বড় একটি পরিবার যে-মোদের সে ঘরে,
জানো? জীবনটা বড্ড দুঃখে ভরা
এমনটা শুনেও কি তুমি ভালবাসবে মোরে?


ধরো, আমরা সুখের স্বপ্ন নিয়ে ঘর বাধলাম
আমার সামান্য উপার্জনে কি সুখী হবে?
বাবার সংসারের হাল যে, আমিই ধরলাম..!
সে উপার্জনের অনেকটাই যে দিতে হয় বাবার ঘরে,
তার জীবনটা যে ছিল বড্ড দুঃখে ভরা
এমনটা শুনেও কি তুমি ভালবাসবে মোরে?


আমাকে যেমন দেখছ, আসলে আমি তা নই!
কষ্টের মাঝেই পড়ালেখা করে আজ হয়েছি বড়
মাথা উচু করে দাড়াতে শিখেছি। তবুও চাইলেও
সমাজের উচ্চবিত্ত মানুষের সাথে হতে পারি না জড়ো।
খানিকটা বেচে আছি বিধাতার মায়ার জোড়ে,
সম্মান আছে, তবে জীবনটা বড্ড দুঃখে ভরা
এমনটা শুনেও কি তুমি ভালবাসবে মোরে?