হাজার লোকের হাজার কথা, হৃদয় মাঝে গাঁথা
হৃদয় টাকে বিলাব বলে, দিচ্ছি দেব কথা।
কথার মাঝে প্যাঁচের রাশি,কজন কথা রাখে?
মনের ডালে নতুন কুড়ি, কেন ফুল ফোটে না শাখে?


বিরম্বনায় ঝঞ্চা আমি, ব্যস্ত দিবা কাটে,
ব্যস্ত নদী সাতরে মরি পৌছব কবে ঘাটে?
এলে নিশি মনের ঋষি খুজে  দুটি হাত,
ধিনতানানা তবলা বাজে হৃদয়ে সারা রাত।
কে বা আছে এ ব্যস্ত হাতে, হাত দুটি তার রাখে
মনের ডালে নতুন কুড়ি,কেন ফুল ফোটে না শাখে?


খরের গাদায় পুষ্টিমানিক, মাশরুম যদি হয়
হচ্ছে কবে হৃদয় মানিক?হচ্ছে সময় ক্ষয়!
জ্বীনের বাড়ি বীণের দলে সুর তুলেছে তান
সেই সুরেতেই নাচে হৃদয়, স্বস্তির চিল্তে বাণ।
সাঁজ ধরেছি জলসা ভরে কে বা চোখ রাখে?
মনের ডালে নতুন কুড়ি,ফুল ফুটবে বুঝি শাখে।