হে নবীন, শোন পাতিয়া কান
মুখস্ত নয়, বুঝে বুঝে কর পাঠ
বাড়িবে তোমার জ্ঞান।
ভাবিয়া তুমি করিলে অধ্যয়ন
তোমার সঞ্চয় জ্ঞানধন
মুখস্তবিদ্যা ঠোটের আভাস
বলিছেন পন্ডিতগণ।


কিচ্ছায় সৃতির নৌকায় তোমার
উরেছে যদি পাল
পাঠে কেন আসিবে সেথায়
প্রলয় মহাকাল ?
পড়িবে কম,ভাবিবে বেশি
এযে আইনস্টাইনের জ্ঞানধন
মুখস্তবিদ্যা ঠোটের আভাস
বলিছেন পন্ডিতগণ।


বিজ্ঞানের সূত্র তুমি পড়ছ বারংবার
ভুলে গীয়ে খানিক বাদে,করছ হাহাকার।
তাইেতা বলি কিচ্ছাস্বরে পড় সূত্রখানি
থাকবে তাহা সৃতির পাতায়
সারা জিন্দেগানী।
গণিত কর চর্চা বেশি,
বাড়াও মিতির ধন,
মুখস্তবিদ্যা ঠোটের আভাস
বলিছেন পন্ডিতগণ।