আমি হতে চাই সে বাইম মাছ,
থাকিয়া পাঁপ রাজ্যের মন তক্ত,
ছুঁবে না কাঁদা ছুঁবে না যেথা
মোর দেহমন থাকিবে পাঁপ মুক্ত।
তাই মনকে করেছি সাঁজ
আমি যে হতে চাই বাইম মাছ।


আমি হতে চাই সে কচু পাতা,
ছুঁবে না মোরে, ভিজব না কোন কালে
যেথায় মুশুলধারে পাঁপ বৃষ্টি, তবুও
মোর দেহ মন ভিজবে না পাঁপ জলে।
অসহায়ের হব যে সবুজ ছাতা
আমি যে হতে চাই কচু পাতা।