যদি মন কাঁদে আমাতে তোর
আমার পদ্যমালায় মেলিশ আঁখি
ছন্দে আনন্দে মাতাব তোরে
উড়াইব গগনে তোর সুখের পাখি!


জোসনা নিশিতে পাশাপাশি দুজন
গল্প করিবার মনে চায় যদি,
সমাধীর শিয়রে জেয়ারতে দারাস
আমি শুনব তা নিরবধি!


যদি মন কাঁদে দিবা রজনী
আমার গদ্যে আমায় খুঁজিস
পাতায় পাতায় পাবে আমায়
যদি গদ্যের ভাষা বুঝিস!


আলোর পথের জান্নাতি পাখি
যদি পেতে চাস এথায় আমার সঙ্গ
ইবাদতে থাকিস মত্ত সদা
করিসনেকো আমানতের ভঙ্গ!


যদি মন কাঁদে মধ্য নিশিতে
যায়নামাজে তুই খাড়াস
দেখব আমি দোয়ার বরকতে
যদি প্রভুতে হাতখান বারাস!