করিস নে মন তালবাহানা, করিস নে পাগলামী,
দম ফুরাইলেই পড়বি ফেরে,ডাকরে অন্তর জামী।
মনরে ডাকরে অন্তর জামী।


আকাশ মাঝে মুক্ত মনে উড়ছ পাগলপাড়া
লাটাই সুতায় টানলে বুঝবি দম প্রবাহের ধারা।
মনরে দম প্রবাহের ধারা।
সময় থাকতে কররে সাধন, জীবনটা বড়ই দামী।
মনরে করিস নে পাগলামী।


ধরার মাঝে পাঠাইলেন তোরে  বানাইয়া মানুষ
সৃষ্টি সেরা হয়েও তোর কেন হয় নি আজও হুশ।
মনরে হয় নি আজও হুশ।
কবর মাঝে যাওয়ার আগে, কামাও কিছু এনামী।
মনরে করিস নে পাগলামী।