প্রতিবেশির বিয়ের বরযাত্রীতে হলাম ভালই দামি
বিয়ের পিড়িতে বরের সাথে আমিও বসা
কাজি সাহেবের ঘোষণাতে বড়ই অবাক আমি।


দেনমোহরে পাঁচ লক্ষ নগদ উশুল এক লক্ষ
সাধ্য যদি নাইবা থাকে,  তবে এক লক্ষতেই চল
পাঁচ লক্ষ কাবিন লেখার দরকারটা কি বল ?


দেনমোহরের সকল ধনের মালিক হবেন যিনি
তাকে স্পর্শ করার আগেই মুসলিম নরের উচিৎ
সাথে তার প্রাপ্য পরিশোধে করা বিকিকিনি।


আবার অবাক হলাম আমি আসব সে সময়
শ্বশুর দিল মটরসাইকেল, মামায় দিল গাড়ি
ট্রাক বোঝাই আসবাপত্র,কনের সাথে ফ্রি।।


কনের বাবা মধ্যবিত্ত বটে দেখলাম পরখ করে
হাজার কষ্ট বুকে তাহার তবুও কন্যা যদি সুখী
কষ্ট করে লালন করেও আজ পিতা বড়ই দুঃখী।


মোহরানা আদায় তোমার জন্য বাধ্য করেছেন রব
কনের পক্ষ থেকেই উল্টো তুমি আদায় করছ সব?
যাহা তোমার সাধ্যে আছে তাহাই মোহরানা দাও
বাড়তি লিখে, হালাল সম্পর্কে কেন পাপ কামাও?


নিও না কভু কোন ধন দৌলত কনের পিতা হতে
আল্লাহ বড়ই নারাজ হন, এমন নীতির পথে।
এতো সাহস কে দিয়েছে, কোথায় পেলে এ নীতি?
সুষ্ঠ সমাজ ও জান্নাত পেতে মানো কোরান রীতি।