চুলগুলো সব পেকে গেল, বয়স বেড়ে সাতাশ
বাপের সম্পদ শুন্যের কোটায়,হচ্ছি বড় হতাশ।
পড়া লেখা শেষ তবুও ভাল চাকরি মেলা ভার,
বেকার জীবন বড়ই কষ্টের, কে বুঝিবে আর?


দেশের আইন মানব মনে ফেলছে জমের ফাঁদ
মোহরানা শোধ না করেও বাঁধছে নিকার বাঁধ।
এই ফরজটি ভঙ্গ করে যে নিকাহে দিবে মন,
জেনার দায়ে পুড়তে হবে জাহান্নামে আজীবন।


মেধার জোড়ে করছি কামাই, গড়ছি কিছু ধন,
এইনা ধনে মোহরানা, পূর্ণ হয় না কোনক্ষণ।
অল্প ধনে তৃপ্ত যিনি, অল্প মোহরানায় তৃপ্ত মন যার
পাইনি খুঁজে সে মানুষটি,যিনি বাম পাজরের হাড়।


বিশ্বাস এখন নাই দুনিয়ায়,এখন কাগজ কলমের যুগ
টাকার কাছে বিশ্বাস বন্দী, সংসারে কেমনে হবে সুখ?
কাগজ টাকায় ভরসা ছেড়ে আল্লাহকে করো ভয়
ইহকালে সুখ মিলিবে, পরকালেও করবে জয়।