হাঁস পাতি হাঁস বিলের জলে গান ধরেরে রই
ময়ুর পাখি পেখম মেলে নাচ ধরেছে চই!
মন যে আমার ধুম তানা না।। গাচ্ছে বুঝি গান
পেখম মেলে উড়ব এবার সুর তুলিয়া তান।।
কেউ বোঝে না মনের কথা।। কারে খুইলা কই?


জোৎস্না রাতে বসে মাঠে মধ্য নিশি শেষ
একলা পথে হাঁটতে কেন লাগছে নাকো বেশ।।
মন যে আমার উদাস উদাস।। কি যেন কি চায়
কে বা আছে মনের ভাষা বুঝবি যদি আয়।।
কেউ এলো না বুঝতে এ মন।। লিখছি কাব্য বই।


আউলা মনে বাউলা হয়ে একতারাই সুর
ঘুম বিহনে স্বপন দেখি,  জীবন কি মধুর।।
মন যে আমার বড্ড ফাঁকা।। দোষর বুঝি চায়
কে বা আছে মনের ভেতর বসত করবি আয়।
কেউ এলো না ভরতে এ মন।। কারে খুইলা কই?