নামের বড়াই কর তুমি
নাম দিয়া কি হয় ?
বল-নামের মাঝে  আছে কি
আসল পরিচয় ?


ঢাকা শহর খোলাই থাকে
থাকে নাকো ঢাকা,
সোনারগায়ে সোনা কোথায় ?
এযে নামের মাঝেই ফাঁকা !


মতিঝিলের নাইকো মতি
নাইকো কোথাও ঝিল,
রাতারগুলে রাতা নেই
আছে বড় বড় বিল !


রাজশাহীতে রাজা নেই
আছে মিষ্টি আম,
বান্দরবানে বান্দর নেই
তবুও কেন এই নাম ?


চাঁদ মামা আকাশ মাঝে
এযে অনেক দুর,
ইলিশ মাছে ভরা সেথায়
নাম দিয়েছে চাঁদপুর !


খাগড়াছড়িতে খাগড়া নেই
হলুদে আছে ভরা,
মৌলবীবাজারে মৌলবী সাহেবের অভাব
পানিপথে থাকে ক্ষরা।


কলকাতার কাতা নেই
নেই তেজস্ক্রিয়তা-তবুও নুরপুর কয়
সংগ্রামপুরের মানুষ সকল
প্রতিবাদে পায় ভয় !


লেবুখালিতে নাই লেবু
কেমনে লেবুখালি হয় ?
জলপাইগুরির জলপাই কই ?
কেনই বা এ নাম কয় ?


তাইতো বলি নামটি তোমার
গর্বের বিষয় নয়,
চরিত্র আর বৈশিষ্টের মাঝেই
আসল পরিচয় ।


সুন্দর চরিত্র তোমার সম্পদ
ওহে নও-জোয়ান,
নাম,সুন্দর্য্য তোমান নয়
এযে ভিন্ন জনের দান।