মাটির মানুষ হব বলে
মাটিতে বুনেছি বীজ,
অংকুরেতেই মাথায় পাড়া
শক্তি হারা নিজ।


বারিধারা পড়ল খানিক
শক্তি পেলাম হেনু,
আকাশ ছুঁব খুশির ফাকেই
খাচ্ছে মোরে ধেনু।


মায়ের থেকে পেলাম খাদ্য
শক্তি পেলাম ফের,
বাবা দিল উদার হস্তে
অক্সিজেন ঢের।


জীবন তরীর বৈঠাখানি
হাতে নিলাম আবার,
খানিক বড় হতে হতেই
হলাম মালিকের খাবার।


জীবন মরণ প্রভুর হাতে
তাইতো বেঁচে আছি,
পবনে শাখার দোলন দিয়ে
তাহার কথাই যাচি।


এমন জীবন চাইনি আমি
সমাজ কুলের মাঝে,
যেথায়-অসহায় লোক ধুকে মরে
সকাল সন্ধা সাঝে।


ঠিক তখনই কোরান পাকের
এক পশলা জল,
জীবন সমাজ পালটে দিল,
শাখা টল টল।