দশ-ই মহররম ইতিহাসের পাতায়
স্বর্ণাক্ষরে খচিত লেখা
মুসলিম অন্তর খাতায়।


দিনটির যত তাৎপর্য আছে
বলিতে চাই যে আজ
সত্য ইতিহাস হাদিস কোরানে
যতটুকু এঁকেছে সাঁজ।


দশ-ই মহররম সৃষ্টি পৃথিবী
পিতা আদমকে পাঠালেন রব
মাতা হাওয়ার দীদার ঘটিল
পাপ মোচন হইল যত সব।


হযরত নুহ এর তরী খানিও
প্লাবনে ভাসিবার পরে
দশ-ই মহররম কিনারায় ভিরিল
শুকরিয়া খোদার তরে।


নমরুদের সেই ভয়ংকর অনলে
নবী ইব্রাহিমকে ফেলিয়া দিল,
খোদার করুনায় দশ-ই মহররম
নবী ইব্রাহিমের মুক্তি মিলিলো।


হযরত আইয়্যুবের কঠিন পীড়া
এ দিনেই হইল মুক্ত উঠিল রবি
মৎস উদর থেকে মুক্তি মিলিল
হযরত ইউনুস খোদার নবী।


নীল নদে ডুবে ধ্বংস ফেরাউন
শুকরিয়া করেন হযতর মুসা,
এ দিনেই জাতীর হত্যার কবল হতে
মুক্তি পেয়েছিলেন হযরত ইসা।


ইয়াজিদের মহা চক্রান্তের জালে
ইসলামী শাসনে পড়িল বান
দশ-ই মহররম যুদ্ধে শহীদ হোসেন
রক্তে রঙিন কারাবালার ময়দান।


আশুরার দিনটি প্রিয় খোদার
রাসুল (সা) রাখিতেন রোজা
দশ-ই মহররম শুধু নয় যে কারবালা
হৃদয় করোগো মুমিন বেদাত মুক্ত সোজা।