আমার বন্ধু এগার জন
নবম শ্রেণিতে পড়ি,
দিন গুলো কাটছে ভালই
এখানেই প্রেমের হাতে খরি।


ক্লাস ফাঁকি আর মাস্তি মজায়
তাদের প্রত্যেহ এক ধারা,
আমার ভাগে কি নাইকো প্রেম..?
মনেতে এক মরু কষ্ট খরা..!


ভাবছি আমি, নাইবা পেলাম ভাগে
কলেজে গীয়ে করব প্রেম,পড়ালেখারো আগে...!


কলেজে মোর বিজ্ঞান বিভাগ
পড়ালেখার ভিষণ চাপ,
ক্লাস ছেড়ে আড্ডাবাজি কেমনে..?
ওরে বাপরে বাপ...!


এখানেও হয়নি প্রেমে পড়া,হয় নি কোনো সিযোগ
ভার্সিটিতে ঠেকাবে কে, আনবই প্রেম রোগ..!


ভার্সিটিতে গেলাম ঠিকই
ক্লাস করি নি বটে,
কর্মজীবনের ছোঁয়া এসে
প্রেমকে আসতে দেয়নি মোর বাটে।


প্রেমের ছোঁয়ায় বন্ধুরা সব মাতাল ছিল যারা
মেট্রিকেতেই ঝরে গেছে, কিন্তু আমি আজো খাড়া!


শিক্ষা জীবনে জীবন গড়
পড়নাকো কারো ছলে
সুন্দরী সব তোমার পিছে
ছুটবে দলে দলে..!