আদিম থেকেই মজলুম জাতীর
যখন, দেয়ালে ঠেকেছে পিঠ,
ঠিক তখনি হুংকারে তারা
কোমড়ে বেঁধেছে গিট।


জুলুমের কণা বেড়ে এবার
সাগরে নিয়েছে রুপ,
নিরীহ বাঙ্গালী পালাবে কোথায়?
অপারেশন সার্সলাইটে পাঞ্জাবী গ্রুপ...!


আর সহিব না হায়েনার জুলুম
যদিও মোর যায় প্রাণ,
রুখব তারে করব বিনাশ
দেশে আনব শান্তির বাণ।


শেখ মুজিবুর পাঞ্জাব জেলে
কে দিবেন স্বাধীনতার ডাক,
লক্ষ জনতার মুক্তির সংগ্রামে
জিয়াউর হেঁকেছেন হাঁক।


সেই ডাকে আপামোর বাঙ্গালী
দিয়েছে এবার সাড়া,
নয়টি মাস যুদ্ধের পর
সবুজের মাঝে লাল রবিটি খাড়া।


ত্রিশ লক্ষ শহীদের রক্তে
রিণী আমার বাংলাদেশ,
ষোলই ডিসেম্বার হল স্বাধীন
এখন.? সকলেই আছি বেশ.!!!