ধীন তানাক ধীন তানানানা 3
ধীন তানাক ধীন মাদল বাজে এই বুকেরি মাঝে
তোর চেহারায় পলক দিলেই স্বপ্নকণা সাঁজে।
তোর চেহারার ঝলকানিতে মনে বীণা বাজে।

অন্তর সাদা...... কথায় ধাধা
তোর অন্তর সাদা, কথায় ধাধা রুপ লাবন্য ঝীমু
হৃদয় কাড়া হাসির মালিক তুই যে আমার সীমু।
হৃদয় কাড়া মায়াবিনী তুই যে আমার সীমু।

অভিমানী...খানিক বেশি
অভিমানী খানিক বেশি, মানটা একটু ধরিস
এলোচুলে কাজল টিপে নীল শাড়িটাও পড়িস।

বাসবোভালো.....অন্তর দিয়ে
বাসবোভালো অন্তর দিয়ে ও ধরণীর পরী
চলব দুজন গড়বো হাশর থাকবে না-কো জুড়ি।