ভোরের পাখি উঠল ডাকি
সুর্য্যি মামার উঁকি,
প্রভাত হল সুবহে সাদিক
ফজর পড়েছ নাকি ?


বিদ্যালয়ে শিশু কিশোর
কৃষাণেরা মাঠে,
অফিসের কাজে ব্যস্ত তুমি
হেলায় যোহর কাটে।


টিফিন হলে পড়বে নামাজ
এ যে খোদার বিশাল দান,
তোমার জন্য মসজিদখানা
তামাম জাহান!


খেলাধুলায় মাঠেঘাটে
যেথায় খুশি যাও,
তোমার কাছে চাওয়া আমার
সেথায় আসর পড়ে নাও।


লাল রবিটি অস্ত গেল
মাগরিবের সময় হল ।
বাঁশের ঝারে পাখির রব
ওহে নারী-নর,
পশ্চিমা দীগন্তে লালচে আলো থাকতেই তুমি
সালাত আদায় কর।


শান্তির বাহন রাতিখানি
এযে আল্লাহ-তায়ালার দীশা,
মধ্যনিশি হতে হতেই
তুমি পড়ে নাও ঈশা।


সালাত হল ফরজে আইন
ছেড় নাকো হাল,
ইহোকালে শান্তি পাবে
জান্নাত পরকাল।