সহস্র জনের ভিরে তুমি যে এক পদ্ম
কোন বা জলধীর গভীরে ছিলে?
কোন বা কাণনের সৌরভ দিলে?
ঘ্রাণে মৌ মৌ মোর জীবণফুল ফোটা এক সধ্য!
লক্ষ্য জনের ভিরে তুমি সিমা আমার এক পদ্ম।


ক্ষণ কালেও ভাবি নি, পাব যে তোমার দেখা
বিধাতার তরে হাজার শুকরিয়ার গান
নেককার বান্দী যে মোরে করিল দান!!
ক্ষানিক অপেক্ষা,পেতে চাই তোমার আলোক রেখা
কখনই যে ভাবি নি সিমা, পাব যে তোমার দেখা।।


প্রতি সিজদায় আরাধনায়,চেয়েছিনু খোদার তরে
যাকে গড়েছ আমার জন্য নিপুন সূসভা করে
রাখিও খোদা সুস্থ সদা তোমার পথটি ধরে।।
তুমি দিলেই মোদের জীবন সুখে ভরে বন্যা
এইতো বুঝি, সিমা আমার সেই স্বপ্নের রাজ কন্যা।।