কলাবতির হলদে কলা
পেয়ারা খাতু কই?
কাঁঠাল মামা টিপ ধরেছে
ভুট্টার সাদা খই।


ঢ্যাং ধরেছে কাঁচা পেঁপে
চ্যাং পড়েছে জাম,
চামড়ার ভিতর কাজুবাদাম
পাক ধরেছে আম।


পুঁচকি কাঠাল লিচু নামে
ভুঁচকি হলো আতা,
আমড়া কাঠের ঢেকি বানে
টক তেতুলের পাতা।


বাঙি খেতে বালি বালি
ফাঁঙি করলো জলপাই
আনারসের পাতায় করাত
তরমুজে মারল বলে ঘাঁই।


শসা বড়ই ঠান্ডা বটে
ফসা হলো ডাপ,
তালের পাতায় ঝুলে বাবুই
খাজুর রসের বড়ই চাপ।


ধরেছে ঢ্যাং ফল ফলাদি
করছে তারা অবরোধ,
ফরমালিনে আমরা বাঁচতে চাই না
মানুষের হয় না কেন বোধ?