হৃদয়ে মোর জমেছে ভালোবাসা এক ডালি
পাইনাকো খরিদদার, করব সওদা,বেচব এক হালি।
কিছু রাখেছি মায়ের জন্য,খানিকটা বাবাকে টেসি
অল্পখানি ভাই-বোনকে দেব, কিছুটা প্রতিবেশি।


বাকি সব ভালোবাসা খোদার তরে বিলিয়ে দেব বটে
এসো ললনা করবে সওদা এইনা হৃদয় বাটে।
তাইতো রেখেছি সাজিয়ে হৃদয়ে ভালোবাসা এক ডালি
ভালোবাসা নেবে কি সেখান থেকে বেচব এক হালি।


নাইকো মোর ধনভান্ডার, নাইকো টাকা কড়ি
একটুখানি সম্মান নিয়ে আপন জীবন গড়ি।
সবার মাঝে বিলিয়ে দিলাম মোর ভালোবাসার টালি
কিনবে নন্দিনী সে ডালি থেকে ভালোবাসা এক হালি?


সে এক হালি ভালোবাসা হৃদয়ে দোলন দুলছে বেশ
কোন বা রুপসী করবে সওদা, কোথায় তাহার দেশ?
কেই বা সে জন ভাবছি বসে,খুঁজি তার হাত,দেব তালি
কিনবে নন্দিনী সে ডালি থেকে ভালোবাসা এক হালি?


মোর ভালোবাসা থাকবে বাচি, সারাটি জীবনভর
করলে সওদা রাখব ধরে, বাধব সুখের ঘর।
ওগো অপ্সরা শুনছ তুমি, হৃদয় কোণ আজও খালি
কিনবে কি কন্যা সে ডালি থেকে? বেচব এক হালি।।।