মম চিত্তে মাতিছে হৃদয়
স্তব্দ ভুবনে হয়েছিনু সদয়,
ঈমানের তরে হৃদয়ে তালা
ভাঙিবে না, বাড়িবে জ্বালা।


ধরিতে সুখ করিনু খেলা
ধরণীর পটে বসাইছি মেলা,
চিত্তে নৃত্যে জৌবন জোয়ার
ঈমানের সৌদা ভাঙিবার পালা।


জান্নাত সুখে ভাঙিব ভুবন তালা
তৃপ্তি মিলিবে আশ, জুড়াইব জ্বালা।
চাইনাকো ধরণী, করিনু হেলা
ওপার সুখের পালায় ভাসানু ভেলা।


মম চিত্তে মাতিছে হৃদয়
ইবাদাতে প্রভুর হইনু সদয়,
ঈমানের জোড়ে ভেঙেছি তালা,
চিত্তে নৃত্যে তম জুড়াইলো জ্বালা।