রণ ক্ষণ করিনু ধরা স্বরিবার নাহি তাল
ভুলে ভুলে জড়া জড়া, জীবন তরী ক্ষুরধরা
সুখ খুজিতেই দিবানিশি হনুরে বেসামাল।
হায়! রণ ক্ষণ ধরার পরে হারাইনু যে তাল।


নারী গাড়ি বিলাস বাড়ি ছুটছি পানে কড়ি
জীবন ক্ষেয়া পার হবরে, চিরঞ্জীবি নাও হবরে
চান করিব উষ্ণ জলে, যেন উরক্কু চন্ডাল ধরি।
তবে হায়! রণ ক্ষণ অর্নবে তার নাইক সুখতরী।


দিবাশেষে বিকেল বেলায় পাক ধরিল চুল
জীবন খাতার অংক কষে,একা একা ভাবি বসে
সুখের নেশায় ছুটে ছুটে জীবন হলরে ঘুল।
হায়! কি করিলাম এ জীবনে, পদেপদে ভুল।