বাংলাদেশের তরে,দিলে যারা প্রান
এ গানের সুরখানি তাদের দিলাম।।
শ্রদ্ধায় এ মন নত তাদের ত্যাগে
পারিব কি দিতে সেই রক্তের দাম।।


প্রভাতের লালিমায় গোধুলীর নিলীমায়
মিশে আছ তোমরা এ দেশের বুকে,
মিশে আছ হাসিতে,মিশে আছ কান্নায়
কোটি কোটি জনতার স্বাধীন সুখে।।
ভুলিনি কভু ভুলব না, তোমাদের এ দান
করতে স্বাধীন এ দেশ, দিলে যারা প্রাণ।।


শিল্পীর তুঁলিতে কৃষাণের ডুলিতে
স্মৃতি হয়ে কর বাস সবুজ ভিরে,
বসবাস গাওয়াতে, বসবাস হাওয়াতে
কোটি কোটি জনতার হৃদয় নিড়ে।।
স্বাধীনতা রক্ষায় দিলে যারা প্রাণ
স্মৃতির পাতায় রবে তারা অম্লান।।