আমি আর আমার কলম
আর কখনো করবে না বিদ্রোহ।
বিদ্রোহের পথ নয় যে নরম —
শিমুল গাছের নেয় অধিক গরম।
আমার কলমে আগন্তুকের রক্ত ঝরে,
সমাজে পাপ বিনষ্টের ক্ষমতা নড়ে।
তা মানতে আপোষহীন পাপ বিনষ্টী দেহী —
ছুটে সমাজদূষক নেতা-মন্ত্রীর বাড়ি।
হায়! হায়! হায়!
দেখে, আমার বিদ্রোহী কলম ভাঙে —
গুম, খুন, মিথ্যা অপবাদে ঘুম আমার চাঙে।
অপবাদ, কলঙ্ক নিয়ে কবি
চায় না এই সমাজে থাকতে।
কি হবে সমাজে বিদ্বান হয়ে,
যদি না পারি প্রতিবাদ করে বাঁচতে?
ও... ও... ও... না! না! না!
কলম চায় না আর বিদ্রোহের রক্ত ঝরাতে,
ভীতু মন কাঁদে না আর সাদা পাতায় কবিতা রাঙাতে।