"  জারজ "
-----আবু মোঃ রাশেদ


এক রাতের ফূর্তির ফসলে
              ভবে এসেছিলাম যেদিন
মানুষ নামক কতক  কীট
       জারজ রব তুলেছিল সেদিন।


মাতৃপাপের দোষে কেন
              আজ  হবো আমি পাপী?
পরিশুদ্ধে -ই বা কার কাছে
           আমি তুলবো জোর দাবী।


কাহারো ধ্বংস দেখলে সমাজ
             আজ  খুশিতে মারে তালি
সফলতায় কাহারো আবার
                পড়ে ভারা ভাতে ছালী।


স্বপ্নছিল বিদ্যান হয়ে
              সাজাবো জীবন ব্যতিক্রম
নিয়তি যেন করছে আমায়
                আজ প্রতিনিয়তই যখম।


প্রধান শিক্ষক ভর্তি সেদিন
              আমায় নেয়নি পাড়ার স্কুলে
শূণ্যস্থানে  পিতৃপরিচয়
              আমি পারিনি লিখতে বলে ।


মায়ের যদি পেতাম দেখা  
                 তবে জিজ্ঞাসিতাম তারে
কেন সেদিন ফেলে গেলো
               আমায় তুরাগ নদীর তীরে!


আখিঁ সম্মুখ দেখি যখন
        আমি ভিন্ন মায়ের স্নেহ আদর
দুঃখ কষ্টে কাধেঁ হৃদয়
        ঢাকে অমানিষার কৃষ্ণ চাদর।


প্রেমপ্রীতি আর ভালোবাসায়
                  আমারও যে মন জাগে
জারজ সন্তান শুনলেই আজ
                  সবাই  সঙ্গ ছেড়ে ভাগে।


এখন উচুতলার নিচুতলার
            কেহ রাখেনা আমার আরজ
গায়ে আমার  সেটেছে বলে
             সাইনবোর্ড একখান জারজ ।


------------***********---------------


28052017
গুন্মা সিটি, জাপান