মোমের আলোর মত নিভুনিভু করে জ্বলছে এ জীবন..
জানিনা দমকা হাওয়া এসে চিরতরে নিিভয়ে দেবে কখন..


থেমে যাবে ফুসফুস, কথা বলা পথা চলা।
ক্ষয়ে যাবে সব স্বপ্ন,আশা,ভালোবাসা।
এতদিনে গড়ে ওঠা দেহ তখোন নিথর হবে
বুকের বামবাশে হৃদপিন্ড তখোন শান্ত রবে
সেদিন আমাই সাদা রঙের নতুন জামা কিনে দেবে
নতুন বাড়িতে যাবো বলে কতরকম সাজাবে
জীবিত আমাকে যরা কখনোই দেখিনি,
মৃত আমাকে দেখার জন্য দলে দলে ছুটে আসবে
এ চঞ্চল দেহ যাদের অসহ্য লাগে
সেদিন নিথর দেহ দেখতে তারাও আসবে
অনেকে আমাই সেদিন নতুন করে চিনবে
সেদিন কেউ কাদবে
কেউ হাসবে
কেউ আবার প্রতিক্রিয়াহীন মুখে অন্যের কান্না উপভোগ করবে।
সেদিন,
আমার ঠোট কিছু বলবেনা
চোখ কিছু দেখবেনা
কান কিছু শুনবেনা,,,
এ হাত আর পড়ার টেবিলে বসে কবি প্রতিভার ব্যার্থ প্রতিফলন ঘটাবে না।
সেদিন,
আর নেই বেশি দিন,।