তোমার ঐ মিসকল
তুমি জানোনা কতটা প্রতিক্ষার ফল
দিবারাত্রি এক করেছি প্রতিক্ষার  প্রহর গুনে গুনে
বুকের বাম পাশটা ধুক করে কেপে উঠতো
ফোনের রিংটন শুনে...
এই বুঝি তোমার ফোন এল
আমার প্রতিক্ষার কাব্য এই বুঝি শেষ হল..
কিন্তু বারবার নিষ্ফল হতাম
তবুও ফোনের আসাই
  একজোড়া নিদ্রাহীন চোখ নিয়ে  চাতকের মত চেয়ে থাকতাম
জানতাম না তুমি ফোন দিবে কিনা
আমার প্রতিক্ষার সময় গুলো
আদও সফল হবে কিনা।
অবশেষে তোমার ফোন এল
আমার চঞ্চল, মৃত প্রায় , আবেগী  মন যেন প্রাণ ফিরে পেল
কে যেন আমার তৃষ্ণার্ত বুকে অমৃত ঢেলে দিল
আমার মনের জানালার কপাটে  যেন ফাগুনের হাওয়া এল
দু সেকেন্ডর একটা একটা কল
যে এতটা সুেখর হতে পারে তা  জানি ছিলনা
তোমার ঐ মিসড কল
আমার কাছে কতটা মুল্যবান  কতটা প্রতিক্ষিত, কতটা  প্রত্যাশার তা তুমি বুঝবে না।