তোমার পায়ের ছাপ এখনো আছে এ ঘরের মেঝেতে
তোমার শরীরের মন মাতানো ঘ্রান মিশের আছে আজও বায়ুতে
তোমার ভেজাচুলের উৎকট গন্ধ আমার নাকে আশে
তোমার সে পাগল করা হাসির প্রতিধ্বনি আজও বাতাসে ভাসে
তোমার উষ্ণ স্পর্শের শিহরন এখনো আছে আমার শরীরে
তোমার উপস্থিতি আজও টেরপায়,
প্রতিটি রাতের গভীরে।
তুমি নেই, তবু আছো তুমি আমার চিন্তা চেতনা অবয়বে
তোমায় আমি আলিঙ্গন করি  উন্মাদ অনুভবে।
রাতের জোনাকিরা মিটিমিটি আলো জ্বেলে এখনো তোমাই খোজে
ভোরের পাখিরা আজও জানালার পাশে আসে
তুমি আছো,ওরাও হয়তো বোঝে।
আমার শার্টের বোতামে লেগে আছে তোমার ছোয়া
তোমার দেয়া ভালোবাসা এখনো অটুট আছে, যাইনি কিছু খোয়া।
তোমার সাথে কাটানো স্মৃতী আজও আছে আমার সঙ্গে
তুমি নেই তবু মিশে আছো তুমি, আমার নিথর অঙ্গে
মৃত্যু যদিও আমার কাছথেকে আলাদা করেছে তোমায়।
তবুও আমার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ তোমার উপস্থিতি টেরপায়।