আমি পেয়েছিলাম যে স্বাধীনতা
তা হারাতে বসেছি আজ
জীবন দিয়ে কেনা স্বাধীনতা হচ্ছে
লুটতরাজ।
কত কষ্টে অর্জীত এ স্বাধীনতা শহীদের
প্রতিটি রক্ত বিন্দু জানে
স্বাধীনতা কত সম্মানের প্রতিটি বিরঙ্গনার
নিষ্পাপ সম্ভ্রম জানে
তবে আজ মনে জেগেছে সংশয়
রাজনীতির লুটতরাজনীতিতে
স্বাধীনতা হারাবার ভয়।
আজ এ কেমন স্বাধীনদেশে আছি আমি?
যেখানে নেই আমার বাকস্বাধীনতা
উঠে গেছে সব মায়ামমতা
হারিয়ে গেছে ভোটার অধিকার
যেখানে নেই শুষ্ঠ্য বিচার
যেখানে প্রাধান্য পাই ব্যেক্তি সত্তা
এ কেমন স্বাধীনতা?
এ স্বাধীনতা শহীদদের দেয়া সেই
স্বাধীনতা নয়
এ স্বাধীনতায় কেন হত্যা লুটতরাজ হয়
এ স্বাধীনতায় কেন হয় শোসকের জয়
এ স্বাধীনতা যে যন্ত্রনাময়
এ যে শহীদের পরাজয়
এ যে স্বাধীনতার অবক্ষয়