আজ কবির মনে কবিতা নেই
নেই কাব্যের প্রতি কোন ভালোবাসা।
কবি মন সারাক্ষণ উদাসতার চাদর জড়িয়ে বসে থাকে,
কবিতার খাতাই কবিতা না লিখে প্রিয়জনের ছবি আকে।
শীতের প্রস্থানে বসন্ত এলো,
তবু কবি মনে কবিতা এলোনা।
ককিল গাইছে,
ফুল ফুটছে,
রাতে জ্যোৎসনা উঠছে, আকাশে মেঘ ভাসছে,
তবু কবিমন কবিতা লিখছে না।
কবি মন বলে..
যার তরে কবিতা লিখি সেই তো গেল চলে
কি আর হবে কবিতা লিখে?
বসন্ত এসেছে, আরও কত বসন্ত আসবে
সে তো আসবে না।
কবিমন যদি আর কবিতা না লেখে, তবু পাখি গাইবে
গাঁদা, জবা, হাসনা হেনা ফুটবে।
রাতের জলে জ্যোৎসনা ভাসবে,
ফুলে ফুলে মধু নিতে মৌমাছি আসবে
তবু সে তো আসবে না।
কি আর হবে কবিতা লিখে?
বেচে থাকার আসা যে বড়ই ফিকে।


অতঃপর কবির দীর্ঘশ্বাস
চারপাশে নিস্তব্ধতা
টেবিলের উপর পড়ে রইল কলম আর কবিতার খাতা।
চুপচাট চোখ বুজে কিছুক্ষণ
বসে রইল কবিমন।