ইচ্ছে করে পরাধীনতার বেড়াজাল ভেঙ্গে স্বাধীন হয়ে চলি,
আড়ষ্ঠতার প্রতিরোধ রুখে নিজের কথা বলি।
বাক-শক্তি আছে তবু কেন চুপটি হয়ে থাকি?
মা-বোনেরা লাঞ্চিত আজ কেন হাত ঘুটিয়ে রাখি?
সময় এসেছে আজ-
ঘুটিয়ে রাখা হাতে প্রতিবাদের ঠালি তোলার,
বুজে রাখা মুখে উচ্চ-স্বরে নিজের কথা বলার।
মানবোনা আর অন্যায় অত্যাচার,
নিজেই করবো লাঞ্চনার প্রতিকার।
ঝিমিয়ে থাকা মনুষত্ব জাগিয়ে তুলবো,
বলিষ্ঠ কন্ঠে চিৎকার করে বলবো-
এ দেশ আমার,
এ মাটি আমার,
এ স্বাধীনতা আমার,
আর নয় হাহাকার,
আর নয় অনাচার,
আর নয় অত্যাচার,
চাই অধিকার,
চাই প্রতিকার,
চাই অন্যায়ের সু-বিচার।
তাই চলো কথা বলি
স্বাধীন পথ চলি