মধুর খোজে এসেছো ভ্রমর?
হারিয়েছি তা কবে-
দুষ্টু মাছিরা লুটে নিলে সব
তুমি এলে তবে।


শুকিয়ে আমি নিস্তেজ প্রায়
অন্তঃসার শূন্য,
বিনা প্রতিদানে ফিরে যাবে তুমি
হৃদয় যে হবে চূর্ণ।


-


মধুর নেশায় আসিনি বকুল,
এসেছি মনের টানে।
শুক্ন বকুলে গন্ধ বেশি-
ক'জন তা জানে?


প্রেম যে কখনো হয়না চূর্ণ
শুনেছি চিরঞ্জীব
কবি বলে প্রেম স্বর্গীয় সুধা,
নয় যে পার্থীব।


প্রেমে কখনো থাকেনা লিপ্সা
থাকেনা যে প্রতিদান,
দেহ লালসায় যদি হয় প্রেম
সে যে প্রেমেরই অপমান।