কুড়িটি বছর পার হয়েছে পৃথিবীতে এসেছি।
ক্ষণজনমের এই অবেলায় কত কাছুই না দেখেছি।
দেখেছি ধর্ষণের বিচার চাওয়াই ন্যাড়া হতে ,
তিন বছরের শিশুটিকে ধর্ষণের পর হত্য করতে,
দেখেছি ব্লেড দিয়ে পঞ্চম শ্রেণীর মেয়েটির যোনিপথ কাটতে
আরও কি বাকি আছে নৃশংসতার?
এর চেয়ে বর্বরতা আছে কি?
আছে কি বিচার হীনতার প্রতিকার ?
আছে কি কোনো আইন, হীনমাসিকতা দুর করার?


হাজারও প্রশ্ন মনে,
কে দেবে তার জবাব?
কবে দূর হবে কাপুরুষদের নরকী মনোভব?
কবে হবে তনু হত্যার বিচার?
কবে হবে ধর্ষণের প্রতিকার?
কবে হবে?
কবে? কবে? কবে?