তোমার পৃথিবীর সমস্ত কোমল আলোয়
যত খানে খুঁজো নাকো তুমি
কোথাও পাবে নাকো আমারে!


তোমার সমস্ত বিনিদ্র রাতে
যতই একাকী কাঁদো নাকো তুমি
কখনো ফিরে পাবে নাকো আমারে।


আমার স্পর্শিত চাঁদর-
যতই জড়িয়ে কাঁদো নাকো তুমি
কখনো পাবে নাকো এই আমারে
তোমারি মন মাজারে।


হয়তবা আমি আজ-
তোমাদের স্পর্শ থেকে অনেক দূরে..!
ছুঁতে আর পারবো না তোমাকে আপন করে।


আমি আজ যদিও ছেঁড়েছি সব
খুঁজে আর পাবে নাকো যদিও আমারে...!
জেনে রেখো, মনে রেখো-
আমি আছি পাশা-পাশি
তোমারি হৃদয়ের কাছাকাছি
অদৃশ্য ছায়ায় ঘেরা
তোমারি মন মন্দিরে।।