আমি তো আমার মত করে থাকতে ছেয়েছিলাম
ছেয়েছিলাম আমার মত করে বাঁচতে
আমি তো কারো সুখ ছিনিয়ে আনতে চাইনি
আমি তো চাই ও নি কারো সুখ হয়ে থাকতে
আমি তো চেয়েছি নিজের পানিটা
নিজে কে নিয়েই খেতে
আমি তো কারো কাছ থেকে -
পানি প্রত্যাশা করিনি..
আমি চাইনা আমার কারণে
কেহ বিরক্ত হোক...
ভ্রু কুচ কে তাকাক আমার দিকে
আমি তো ছেয়েছি নিশা চরের মত রাত্রি
যেই রাতে অন্তত নিশ্বাস নিতে পারবো
নিজের মত করে....