কবিতা আজ কি আর কবিতা হয়-
সেতো হারিয়ে গেছে অনেক দূরে
ঠিকানাহীন অচিন পুরে-
জানো,কবিতার বিয়ে হলো
স্বামী আছে ঘরটি জুড়ে,
কতনা সুখ শান্তি তাহার
সন্তান আছে কোলটি জুড়ে।
মাঝে মাঝে ঐ যে কি হয়
মুখের নিচে হাত ঠেকে রয়,
অচিন কোন দুঃখ এসে
বুঝি বুকে শেল বেধে রয়।
তবুও কবিতা হেসেই খল
দুঃখ এলে কাঁদে কে বল...?
কাঁদলে চোখে ঝরে পানি
বুকের ভেতর সুখ কিরে রয়।
দুঃখ আসে আসবেই তো
অচিন থেকে দুঃখ এসে-
বুকটা ভেঙে যাবেই তো।
বুকে আমার ব্যথা আছে,
কাঁদলে কি বল হয়।
কবিতা আজ কি আর কবিতা হয়
সেতো দুঃখ মাখা স্মৃতির পাতায়
গল্প হয়ে রয়।
বুকটা ভাঙে বুকটা গড়ে
এইতো হল খেলা,
দুঃখের পরে আসবে যে সুখ
অন্তিম সন্ধ্যা বেলা।
তবুও কবিতা স্বপ্ন বুনে
সুখ নাকি ঐ মেঘের কোনে-
আঁধার পরে বৃষ্টি ঝরে
ফুটবে প্রভাত বেলা।
আমি বলি পাগলি মেয়ে
প্রভাতটাকে সুখটি ভেবে-
মিছে আশায় কেন রে তুই
দুঃখ মেখে রয়েই গেলি।
"কবিতা" তখন চোখটি মেলে
আমার দিকে একটু ছেয়ে...
"ধুৎ..................যা "
সোজা মানুষ বুঝি নারে-
তোদের এসব প্যাঁচাল মানে,
অল্প সুখে তৃপ্ত আমি
তাতেই সুখের ঢল।
বেশি কিছু চাইলে পরে
স্বর্গ আমার ঘরের কোনে-
মুখটি বেঁকে গেলে চলে
করবো কি তখন বল।
তোর সাথে আর পারি নারে
সবার সুখে আমি সুখী
এই ভব সংসারে-
এই কথাটি বলার পরে
কোন অচেনা সুখের ছলে,
হারিয়ে গেল সুখটি পেতে
কত তারে খুঁজেছিনু
এই ভব সংসারে।
কবিতা আজতো কবিতা নারে
কবিতা আজিতো জীবনের মানে।।


রচনাকাল
২৬ মার্চ ২০১০ ইং