জীবনের সময় গুলো আজ আমার বড্ড বিপরীতে!!
বিষদাঁতহীন সাপগুলোও আজ আমাকে বড্ড ছোবল দেয়,
কাছের মানুষগুলো আজ শুধু নির্বাক,
হাত থেকেও আজ আমি যেন শিকল পরা কয়েদি!!!!


বিষন্ন সময়ের প্রতিটি সেকেন্ট অতিষ্ঠ করে তোলে আমাকে!!!
জলের থেকেও জলে বেসে থাকা পদ্মফুল গুলো,
যখন খুব বেশি অধিকারের কথা বলে-
তখন নিজেকে খুবই নির্বাক মনে হয়!!!


সারা জীবন যেগুলোকে  অধিকার ভেবে জেনে এসেছিলাম,
আজ যখন জানলাম-
সেগুলোতে আমার কোন অধিকার ছিল না!!!!!
তখন চোখ মুছে পথ চলা ছাড়া  আর কোন কাজ থাকে না!!!!


রক্ত চোখে তখন কাঁদাও যায় না!!
তখন শুধু হৃদয় এর প্রবল ঘর্ষনে,
আগুনে পুরে পুরে-
শুধু কয়লায়ই হওয়া যায়!!!!


কষ্ট শুধু সেখানে,
আমাদের দুদিকের আগুন নিভিয়ে আমরা একদিন বসতে পারি,
কিন্তু এর মাঝে মোমের মত হ্রদয়ের একজন থাকেন(মা)!!!
যিনি দুদিকের তাপে শুধু গলতেই থাকেন!!!


একদিন দুদিকের আগুনের তাপ সয়ে যদিওবা সে মানুষটা কোন রকম বসতে পারেন !!!
কিন্তু ভয়ে শরীরের কাপনিটা আর কখনোই যায় না!!!


তখন অনাকাঙ্ক্ষিত ভয়ে সারাক্ষন রাত কাটতে হয় তাকে।
*সিংহনীর  মত গর্জনে যে একদিন মাতিয়ে রাখতো বিশাল বনভুমি
সেই বনে সে আজ অস্তিত্ব রক্ষায় লুকিয়ে বেড়ায় এখানে ওখানে*!!!!😭😭😭


শামুকের মত গুমুটে থাকেন ভয়ে ভয়ে সারাক্ষণ,
একই গৃহে বসবাস করা ভালোমানিষী গুলো থেকে!!!
                              (উৎসর্গ প্রতিটি মাকে)