সিস্টেমের কাটাগুলো যখন
আমার কন্ট্রোল থেকে দূরে সরে যায়
নিঃশ্বাস গুলো জখন-
বুকের মাঝা মাঝি এসে আটকে যায়
তখন যন্ত্রনায় ভরে যায় বুক
তখন মনে হয় -
বুকটা ফুটো করে
ফেলি একটু সস্তির নিঃশ্বাস...।
বুকের ব্যথায় চটপটানো
একজন মমূর্ষ রোগী বোঝেন
কতটা কষ্টে চোখের পাতা খোলা হয়...!
তা থেকে কোন একদিন বেচে গেলেও
কাছের মানুষগুলোর দ্বারা যেই ব্যথা হয় বুকে
তা থেকে হয়তবা আর বেচে ফেরা যায় না
যদি ও কেহবা পঙউ হয়ে বেচে থাকে
তাকে তখন আর বাচা বলে না...!
ঠিক আমিও তেমনিভাবে ই বেচে আছি..!
হয়তো কয়দিন পর আমার জনপ্রিয়তায়
স্থান হবে এই দেয়াল থেকে ওই দেয়ালে
শুধু ব্যবধানটা হবে-
কেহ হয় "জননন্দিত"
আর আমার হবে "শোকাহত"।।