এমন এক সময় ছিল
যখন ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখতাম
অচিন পুরে দেশে গিয়ে
স্বপ্ন বিভোর দৈত্য পিঠে
অচিন দেশে ঘুরে বেড়াতাম
যেই চোখেতে কথা ছিল স্বপ্ন দেখার
তাতে আজ রক্ত জমাট মাংস পিন্ড
আমি তাই চোখ খুলতে পারিনা
আমি তাই স্বপ্ন দেখতে পারিনা
আমি মিলাতে পারিনা জীবনের হিসেবের খাতা
পশুর ন্যায় জানোয়ার হয়েও
তারা মানব সমাজে মানুষ রুপে আছে
আমি সে সমাজ মানতে পারি না
আমি সে দেশ মানতে পারি না
যে দেশের মাটির নিচে শুয়ে আছে
আমার শহীদ ভাইদের পবিত্র দেহ
সেই দেশের মাটিতেই পায়ের ছাপ পড়বে
নর পশু জানোয়ারদের........??
আমি তা ভাবতে পারি না
যাদের বিশাক্ত ছোঁবলে
রক্তাক্ত পিলখানার মাটি
বাবার লাশের পাশে
সন্তানের বুক ফাটা কান্না
ছেলের বুকে গুলি বিঁধিয়ে
যারা জড়িয়েছে মায়ের অমূল্য অশ্রু....!!
এই মাটিতে তাদের বিচার হবে না
আমি তা ভাবতে পারি না
আমি তা ভাবতে পারি না।
                        (পিলখানায় নিহতদের স্মরনে)
                                  
                                    রচনাকাল-                            
                              (১০ই এপ্রিল ২০০৯ ইং)