শ্রাবণের মেঘগুলো ঝরছিল অবিরল
বৃষ্টির রিমিঝিমি সুরে বিমোহিত প্রতিটি ক্ষণ,
শ্রাবণের রাতে দাড়িয়েছিলে তুমি মোর পাশে-
স্নিগ্ধ সুরভিত যেন কাঁকন বেজেছিল ঘাসে।
অপলক তাকানোই কি যেন বলতে চেয়েছিলে তুমি
রক্ত ঠোঁট দুটো যেন পশে যাচ্ছিলো বারবার,
মুখ ফুটে বলতে পারনি তুমি ভালোবাসি
ভালোবাসি তোমাকে একবার।
আমি শুধু তাকিয়েছিলাম অবিরল👀
দেখছিলাম রক্ত মাখা দুটি ঠোঁট
কাঁপছিলো যেন ঝিরঝির বাতাসের মতো
তবুও পারনি তুমি বলতে ভালোবাসি..!
ভালোবাসি একথাটাই সত্য -
আবার তুবুও কি যেন চাইলে তুমি বলতে
হঠাৎ শ্রাবণের ঝরে ভেসে গেলো ঠোঁট দুটো তোমার
অবশেষে ঘোমটা টেনে -
একটু ছেয়ে-,
বললে তমি হায়-
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমায় ।।