আর যাবো না ফুলের কাছে
রাশেদুল উকাশা


অমন করে কেউ যে কখন
ভুলতে পারে, হাতটি ছেড়ে
নিরুত্তাপের নিরুদ্দেশে!


এখন আমার বোধ জেগেছে,
ফুলের 'পরে রাগ ধরেছে,
আর যাবো না অচিন দেশে।


অচিন দেশের অচিন ঈগল,
মেলছে ডানা রাহুগ্রস্ত।
বুকের উঠান শূন্য বিরাণ,
ঈগল নিয়ে তুমিই ব্যস্ত।


আমার গোলাপ শুদ্ধ প্রতিম,
শিকড়শুদ্ধ কৃতজ্ঞতা।
কাপালিকের তন্ত্র মিছে,
তোমার অসুর ভীষণ বৃথা।


এখন আমার বোধ জেগেছে,
ফুলের 'পরে রাগ ধরেছে,
আর যাবো না ফুলের কাছে।