বিপন্ন চিলেকোঠায়
রাশেদুল উকাশা।
.
তোমার শহরে এসেছে নিশি পাওয়া আগন্তুক এক।
আমি নির্বাক।
নির্বান্ধব বোধে দারুণ উৎসুক
হয়ে তবু খুঁজি শহরের তামাম অলি গলি সব।
তন্ন তন্ন করে পাই যদি দারুণ মূল্যবান কিছু বৈভব!
তবুও পাই না কিছুই।
এক গগনবিহারী অভিমানে,
অপমানের কিনারাহীন উঠোনে,
আমূল কুঁকড়ে থাকি প্রভুভক্ত কুকুরের মতো।
নিজস্ব জলজ ব্যথায় ভিজে,
দারুণ ক্রোধের মশাল জ্বালিয়ে,
রাত্রিকে দিন বানাবার করি বৃথা আয়োজন।
এইভাবে এখনো হারানো দুপুর,  প্রলম্বিত রাত
কিংবা প্রসন্ন অপরাহ্নে, সহস্র বাসনা পুষে,
গভীর অবহেলা জমে থাকা বুকে,
তবুও এক অন্ধতীরন্দাজকে বন্দী করার
খেলায় কাটিল সময়।
মহাকাল তার মত্ত ডানা দিয়েছে পেতে,
এগুচ্ছে অস্তিত্বে বিপন্নতা ঠুকে দিতে
হাঁটি হাঁটি পা পা।  
ভুল আলখেল্লায় জীবন গলিয়ে  
জীবনের ব্যাকরণ এখন ঘনীভূত
পরাবাস্তব চিলেকোঠায় তোমার।