জুঁই সাদা ভোরে
রাশেদুল উকাশা


কবেকার কোন অচিন মৌমাছি,
জুঁই সাদা ভোরে আর শিউলি প্রহরে,
দারুণ প্রতিক্ষার শ্রাবণ অন্ধকারে,
অতুল অনুভবে আর পরাণ গভীরে,
গুনগুন স্বরে অনুক্ষণ, প্রতিক্ষণ
তোলে রব-
আমি আছি, আমি আছি ।


বুকের পাঁজরে রক্ত আখরে,
কবেকার সেই চেনা মৌমাছি,
এখনতো গেড়েছে বসত,
তারচেয়েও কাছাকাছি।