মানব হয়ে জন্ম মোদের
রাজত্ব তাই আমাদের সকল প্রাণীর উপর


সকলেই বাঁচি মোরা একটি সুন্দর জীবনের আশায়
তাই মোদের দিন শুরু ও শেষ হয় এই প্রত্যাশায়


কেউ সারাদিন খেটে মরে রোদ বৃষ্টি আর ঝড়ে
আবার কেহ  বিল্ডিং ঘরে এসি রুমে দিন পার করে


সবার যত কর্মযজ্ঞ চাওয়া-পাওয়া একটাই
শুধু একটা সুন্দর জীবনের প্রত্যাশাই


জীবনের এই চাওয়া-পাওয়া তাই করতে পূরণ
কেহ করে চুরি, কেহ করে ডাকাতি, কেহ ছিনতাই


কেহ করে দুর্নীতি, কেহ খায় ঘুষ, কেহ সুদ
লক্ষ্য থাকে সবার অটুট
একটি সুন্দর জীবনের প্রত্যাশা


কেহ করে বাকরি চাকরি, কেহ খাটে কামলা
জমি-জমা নিয়ে বিরোধ হলে কেহ করে মামলা


শালিস বিচারে না হলে রফা, কেহ করে হামলা
সরাদিন এত খাটুনি আর এত ঝামেলা


ঘিরে থাকে একটাই আশা
একটু সুন্দর করে, এই নশ্বর ধরাধামে বেঁচে থাকা।