এক দিন ছিল সবই, নতুন করে পথ চলার স্বপ্ন,
দুজনের ভালবাসা দিয়ে সাজান সুন্দর জীবন
যেখানে মিথ্যেরা আশ্রয় পাবে না কোনও অজান্তে,
শুধু বিশ্বাস আর আশায় ঘেরা মায়াবি স্রোতে
দিনগুলো কাটিয়ে দেওয়ার অনাবিল আনন্দ
বাঁচিয়ে রাখবে আমাদের ভরপুর জীবন্ত।
ভেবেছিলাম সবই আসবে ভবিষ্যতের পথ বেয়ে,
আজকের কঠিন দিনের শেষে খুশির দূত হয়ে।
কিন্তু স্বাপ্নেরা থেকে যায় তাদের নিজেদেরই মতো,
নীল আলোতে দেখা রঙিন চিন্তারা হয়েছে বিভ্রান্ত।
বিশ্বাসের মৃত্যু হয়েছে আজ, হঠাৎ নিদারুণ আঘাতে,
জীবনের সোজা পথ হারিয়েছে, কোন এক কঠোর মুহূর্তে।
একটা সহজ সত্যি চিনিয়েছে ঢেকে রাখা সব মিথ্যেদের,
ভালবাসার মানুষ যখন আর থাকে না ভালবাসার।।