ধরা ছোঁয়ার অনেক যোজন আগে পাড়ি দিয়েছি
আজ ইচ্ছে করলেও পা মেলাতে পারবে না,
আমার প্রতিচ্ছবির সাথে তোমার মিথ্যে বাক্যবিলাস
কল্পনার রঙ মাখা একমুঠো আশার আবির...
আমি ক্ষতস্থানে ছড়িয়ে দিতেই হয়তো বেশি ভালবাসি।
চেহারা আমার আজ আবছায়া ঘেরাটোপে বন্দি,
যোগ্যতার দাঁড়িপাল্লায় মাপতে পারবে না।
মিথ্যে আশার নাকি স্তিমিত ইচ্ছার বাহ্যপ্রকাশ
অনিশ্চিত যন্ত্রে বেঁধে রাখা নিষ্ঠুর স্বভাবের দাস,
তুমি অজান্তেই জানতে পারবে ছলনার তীক্ষ্ণ নিয়মবিধি...
যখন বাস্তব আসবে রঙিন তুলিতে মেখে।
আরও একটি মিথ্যে অঙ্গীকার পরিহাস করানোর দায়ে...।