হাতে নিয়েছি এবার তীক্ষ্ণ ফলাকা
শিকার খুঁজছি,
আচম্বিতে বিধিয়ে দেব, ঠিক জায়গামতো,
উদ্ধত মুখে নেমে আসবে মেঘের ঘনঘটা,
স্তুতিবাক্যে অভ্যস্ত কান হয়ে যাবে গনগনে গরম।
ওহ! অপমান বলে গায়ে  লাগবে?
মনে হবে সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি?
ভুলেই গেছিলাম এই বাড়াবাড়িটুকু
       আমার গণ্ডির বাইরে ছিল,
       শিকারের কেটে দেওয়া গণ্ডি?
আমাকে যে দুরত্ব চিনিয়েছিল একদিন,
সে-ই শিকার আজ,
তার অবাক হওয়ার পালা।
হাতে পেয়ে গেছি লুকিয়ে রাখা তীক্ষ্ণ ফলাকা
অপেক্ষা করছি,
আমাকে আঁচড় কাটার প্রতিহিংসা নিতে,
আমার নাগালে একবার আসলেই,
         নিরীহ আবরণ আর মানব না।।