ঘরের আনাচে-কানাচে ঘাপটি মেরে ছিল মৃত্যু,
কখন যেন কার জীবন ঢেকে দেওয়ার
             অপেক্ষা করছিল সে।
একটা জীবনের সাথে জড়িয়ে অনেকগুলো জীবন,
আষ্টেপিষ্টে বাঁধা,
              কিন্তু তারা ভাব দেখায় যেন নিঃস্পৃহ।
ওদের মাঝে একটা বাঁধন আলগা হয়ে গেলেই
ফাঁক গলে বেড়িয়ে যাবে, একটা জীবন
অন্যসব জীবনেরা থমকে যাবে,
              হারিয়ে যাওয়া জীবনটার শোকে,
হাসি কান্না সুখের খেলাঘরে অনাকাঙ্খিত হানাদার সেই মৃত্যু।
একদিন আচমকা একটা জীবনে হাত বাড়াল মৃত্যু,
কিন্তু বাকি জীবনগুলো পড়ে থাকল,
             নিজেদের মধ্যে আষ্টেপিষ্টে জড়িয়ে
             ওরা শুধু অবাক হয়ে গেল দেখে,
কোথাও ঘাপটি মেরে ছিল অনাকাঙ্খিত মৃত্যু।।